ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংক কর্তৃক মিটফোর্ড হাসপাতালের নার্সদের জন্য ছাতা উপহার

অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে গত ২৭ মে ২০২১ মিটফোর্ড হাসপাতালে কর্মরত নার্সদের জন্য ব্যাংকের লোগো সম্বলিত ছাতা শুভেচ্ছা উপহার দেয়া হয়। মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. কাজী রশীদ-উন-নবী, উপ-পরিচালক ডা. মো. আলী হাবিব এবং সহকারি পরিচালক ডা. মো. আনোয়ারুল আজীম এর উপস্থিতিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল শাখা, ঢাকা এর সভাপতি জরিনা আক্তার ও সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন এর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ব্যাংকের এসএসএমসি মিটফোর্ড হাসপাতাল শাখার ব্যবস্থাপক মীর্জা মোহাম্মদ আবুল বাছেদ। ইতোপূর্বে হাসপাতাল কম্পাউন্ডে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে একটি এটিএম বুথ ও একটি বিলবোর্ড স্থাপন করা হয়। হাসপাতালের পরিচালক ব্যাংকের এ সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উল্লেখ্য ১২ মে ২০২১ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নার্সেস ডে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.