সিঙ্গাপুরে অগ্রণী এক্সচেঞ্জ হাউজের নতুন সেবা কেন্দ্রের যাত্রা শুরু
সিঙ্গাপুরের শিল্পাঞ্চল এবং শ্রমিকদের আবাসন কেন্দ্রিক এলাকা সমুদ্রতীরবর্তী ‘তোয়াস’-এ বসবাসরত প্রবাসীদের রেমিট্যান্স সেবা দিতে অগ্রণী এক্সচেঞ্জ হাউজের একটি নতুন সেবা কেন্দ্রের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। তোয়াস সাউথ ডরমেটরি, ১ তোয়াস সাউথ, স্ট্রিট-১২ তে চালু হওয়া এই সেবা কেন্দ্র থেকে করোনাকালীন পরিস্থিতিতে ডরমেটরিগুলোতে বসবাসকারী প্রবাসীরা অনায়াসে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন । ২৫ মে এই রেমিট্যান্স সেবা কেন্দ্র চালুর কার্যক্রম ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, ফরেন রেমিট্যান্স ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক রূবানা পারভীন, সিঙ্গাপুরস্থ অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেডের সিইও এএসএম শরীফুল ইসলাম এবং প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা।
মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, রেমিট্যান্স সেবায় বাংলাদেশ ও দেশের বাইরে অগ্রণী ব্যাংক সবসময়ই গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ।
২০০২ সালে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে সিঙ্গাপুর প্রবাসীদের মাঝে রেমিট্যান্সসহ বিভিন্ন অনাবাসী সেবা দিয়ে আসছে। নতুন সেবা কেন্দ্রটি ছাড়াও বর্তমানে ডেসকার রোডে অবস্থিত প্রধান শাখা জু-কুন, জুরং ইস্ট এবং উডল্যান্ড শাখা সহ মোট ৫টি শাখার মাধ্যমে রেমিট্যান্স সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।