ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

আমানতে লক্ষ কোটি টাকার মাইলফলকে অগ্রণী ব্যাংক

আমানতে লক্ষ কোটি টাকার মাইলফলক অতিক্রম করায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামকে শুভেচ্ছা জানাচ্ছেন চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত সহ উর্ধ্বতন নিবাহীগণ

এক লাখ কোটি টাকার আমানতের বিশাল মাইলফলক অতিক্রম করেছে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক লিমিটেড যা বাংলাদেশের সরকারি খাতের ব্যাংকের জন্য একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। গত ৩১ মে ব্যাংকটিতে আমানতের পরিমাণ বেড়ে ১ লক্ষ ৯ হাজার ৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ উপলক্ষে ৬ জুন কেন্দ্রীয় হিসাব বিভাগের আয়োজনে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আমানতে লক্ষ কোটি টাকার মাইলফলক অতিক্রম দিবস উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামকে অভিনন্দিত করা হয়। এসময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত এই মাইলফলক অতিক্রম করায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. ওয়ালি উল্লাহ, মহাব্যবস্থাপকগণ সহ উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.