অর্থ ঋণ আদালত আইনের উপর অগ্রণী ব্যাংকে ভার্চুয়াল আলোচনা সভা
দেশের ফাস্ট ট্র্যাক আইন হিসেবে ২০০৩ সালে অর্থঋণ আদালতের যাত্রা। এ আইনের কার্যকারিতাকে দেশের অন্য সব আইনের ওপর প্রাধান্য দেয়া হয়েছে। খেলাপি ঋণের ক্রমবৃদ্ধির লাগাম টেনে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠা করা হয় অর্থঋণ আদালত। ঋণ প্রদান ও ঋণ আদায়ের আইন সম্পর্কে বিশদভাবে জানতে ৩০ জুলাই অগ্রণী ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর উপর উম্মুক্ত আলোচনা সভা। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত এ আলোচনা সভায় পর্যবেক্ষক হিসেবে সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও অবসরপ্রাপ্ত জেলা জজ তানজিনা ইসমাইল, ড. ফরজ আলী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং সার্বক্ষণিক আইন উপদেষ্টা আলতাফ হোসেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অর্থ ঋণ আদালত আইন ২০০৩ বিষয়ে আলোচনা করেন অগ্রণী ব্যাংকের আইন পরামর্শকবৃন্দ ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ, একেএম বদরুদ্দোজা এবং কাজী শফিকুল ইসলাম। এবিটিআই-এর পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সমন্বয়ে সভায় মহাব্যবস্থাপকগণ, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা সহ ২৭৮ জন অগ্রণীয়ান অংশগ্রহণ করেন।