ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অর্থ ঋণ আদালত আইনের উপর অগ্রণী ব্যাংকে ভার্চুয়াল আলোচনা সভা

এবিটিআই আয়োজিত অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর উপর ভার্চুয়াল আলোচনা সভার একাংশ

দেশের ফাস্ট ট্র্যাক আইন হিসেবে ২০০৩ সালে অর্থঋণ আদালতের যাত্রা। এ আইনের কার্যকারিতাকে দেশের অন্য সব আইনের ওপর প্রাধান্য দেয়া হয়েছে। খেলাপি ঋণের ক্রমবৃদ্ধির লাগাম টেনে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠা করা হয় অর্থঋণ আদালত। ঋণ প্রদান ও ঋণ আদায়ের আইন সম্পর্কে বিশদভাবে জানতে ৩০ জুলাই অগ্রণী ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর উপর উম্মুক্ত আলোচনা সভা। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত এ আলোচনা সভায় পর্যবেক্ষক হিসেবে সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও অবসরপ্রাপ্ত জেলা জজ তানজিনা ইসমাইল, ড. ফরজ আলী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং সার্বক্ষণিক আইন উপদেষ্টা আলতাফ হোসেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অর্থ ঋণ আদালত আইন ২০০৩ বিষয়ে আলোচনা করেন অগ্রণী ব্যাংকের আইন পরামর্শকবৃন্দ ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ, একেএম বদরুদ্দোজা এবং কাজী শফিকুল ইসলাম। এবিটিআই-এর পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সমন্বয়ে সভায় মহাব্যবস্থাপকগণ, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা সহ ২৭৮ জন অগ্রণীয়ান অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.