এবিটিআই-এ শাখা ব্যবস্থাপকদের প্রশিক্ষণ কর্মশালা
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ৮১টি শাখা ব্যবস্থাপকের অংশগ্রহণে ‘ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট’ শীর্ষক ১০ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৪ আগস্ট এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্যদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। এসময় তিনি একটি ট্রেনিং সেশন পরিচালনার পাশাপশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং সেক্টরের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে কর্মশালার বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থপনা পরিচালক মো. রফিকুল ইসলাম।