উপ-মহাব্যবস্থাপক পদে ১৭ জনের পদোন্নতি
অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ ৬ সেপ্টেম্বর ১৭ জন সহকারী মহাব্যবস্থাপককে উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান পূর্বক নতুন কর্মস্থলে পদায়ন করেন। পদোন্নতিপ্রাপ্তরা হলেন মৃনাল ভট্টাচার্য (আগ্রাবাদ জাহান ভবন কর্পোরেট শাখা, চট্টগ্রাম), লক্ষণ চন্দ্র দাস (অঞ্চল প্রধান, চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চল), এফএম আবদুল কুদ্দুস (অঞ্চল প্রধান, মানিকগঞ্জ), নীরব কান্তি দাস (বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, ঢাকা), সমর কুমার রায় (অঞ্চল প্রধান, গোপালগঞ্জ), মোসাম্মৎ শামিম আরা (ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফরেন কারেন্সি ম্যানেজমন্টে ডিভিশন), মো. কামাল হোসেন (উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা, ঢাকা), অরুন্ধতী মন্ডল (সিইও, অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), মানস কুমার পাল (অঞ্চল প্রধান, চুয়াডাঙ্গা), মো. শফিকুর রহমান (অঞ্চল প্রধান, ব্রাহ্মণবাড়িয়া), মো. মাসুদ হাসান (জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা), বৈঞ্চব দাস মন্ডল (মৌলভীবাজার কর্পোরেট শাখা, ঢাকা), এজিএম খাইরুল নাঈম (রমনা কর্পোরেট শাখা, ঢাকা), লক্ষণ চন্দ্র সিংহ (মহাব্যবস্থাপকের সচিবালয়, কুমিল্লা), আবুল বশর মোহাং সাইফুদ্দীন খান চৌধুরী (আছাদগঞ্জ কর্পোরেট শাখা, চট্টগ্রাম), দেবব্রত পাল (সেন্ট্রাল একাউন্টস ডিভিশন), শিশির কান্তি দাস (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা)। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম অগ্রণী পরিবারের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত নির্বাহীগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।