রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ব্যাংকের গৃহ নির্মাণ ঋণ বিতরণ উদ্বোধন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়র শিক্ষক-কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ নীতিমালা ২০১৯ এর আওতায় গৃহনির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর স্থায়ীভাবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গৃহ নির্মাণের জন্য অগ্রণী ব্যাংক থেকে স্বল্প সুদ হারে ঋণ সুবিধা লাভ করবেন। এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সরকারি ভর্তুকির গৃহ নির্মাণ ঋণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করে অগ্রণী ব্যাংক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক শামীম উদ্দিন আহমেদ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক মো. সুলতান-উল ইসলাম, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মনোয়ার হোসেন, এফসিএ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ সংযুক্ত ছিলেন।
উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার অগ্রণী ব্যাংকের এই মহতী উদ্যোগের প্রতি ধন্যবাদ জানিয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহবান জানান। মোহম্মদ শামস্-উল ইসলাম পদ্মা সেতুতে বৈদেশিক মুদ্রার একক যোগানদাতা অগ্রণী ব্যাংক মানুষের আবাসন চাহিদা মেটাতে সহজ,স্বচ্ছ প্রক্রিয়ায় ঋণ প্রদান করে মৌলিক অধিকার পূরণে তাঁর প্রতিশ্রæতির কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি যোগাযোগ, বাসস্থান, শিল্প এবং ব্যবসা বাণিজ্যে অগ্রণী ব্যাংকের বিভিন্ন অবদানের কথাও তুলে ধরেন ।