ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অগ্রণী ব্যাংকের অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণের পূর্বে উপস্থিত অতিথিগণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাসে করোনা মোকাবেলায় মানবিক সহযোগিতায় এগিয়ে আসে ময়মনসিংহ সার্কেলের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ। তাদের ব্যক্তিগত অর্থায়নে সার্কেলের ৬ টি অঞ্চলের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনকে অতি প্রয়োজনীয় অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। কনসেনট্রেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আলী খান। অগ্রণী ব্যাংকের টাঙ্গাইল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, আরএমও শফিকুল ইসলাম সজীব সহ টাঙ্গাইল অঞ্চলের নির্বাহী, বিভিন্ন শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

হাসপাতাল কর্তৃপক্ষের নিকট থেকে ধন্যবাদপত্র গ্রহণ করছেন ময়মনসিংহ সার্কেল মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা

করোনা পরিস্থিতিতে মানবতার সেবায় ব্যাংক কর্মকর্তাদের এভাবে এগিয়ে আসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ময়মনসিংহ সার্কেল মহাব্যবস্থাপক একেএম শামীম রেজার হাতে একটি ধন্যবাদপত্র তুলে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.