বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অগ্রণী ব্যাংকের চুক্তি
স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় চালান পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন এফসিএ, আইটি এন্ড এমআইএস ডিভিশনের মহাব্যবস্থাপক এনামুল মাওলা, উপ-মহাব্যবস্থাপক আবু হাসান তালুকদার ও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কমকর্তাগণ উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে এখন থেকে অগ্রণী ব্যাংকের ৯৬০টি শাখা পাসপোর্ট ফি, ভ্যাট, আয়কর এবং অন্যান্য ফি সংগ্রহ করে সরকারি ট্রেজারিতে জমা করতে পারবে।