এজিএম পদে আরও ৪ জনের পদোন্নতি
অগ্রণী ব্যাংক লিমিডেট কর্তৃপক্ষের অফিস আদেশ নং- এইচআরপিডিওডি/ওসিএস-১/৪০৩/২০২১ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ মোতবেক আরও ৪ জন সিনিয়র প্রিন্সিপাল অফিসারকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পদোন্নতি প্রদান পূর্বক নতুন কর্মস্থলে পদায়ন করেন। পদোন্নতিপ্রাপ্তরা হলেন এস.এম. শামীম অর সাখীর (গ্রীন রোড কর্পোরেট শাখা, ঢাকা), মো. আব্দুল আলিম (প্রধান শাখা), মুহাম্মদ মাহফুজুর রহমান (জিনজিরা শাখা, ঢাকা) এবং সামসুদ্দিন (খাগড়াছড়ি শাখা)।