ধুনটে অগ্রণী দুয়ার ব্যাংকিং শাখার উদ্বোধন
বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেডের অগ্রণী দুয়ার ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২১ কান্তনগর শাখার উদ্বোধন করেন অগ্রণী দুয়ার ব্যাংকিং এর গেড অব এজেন্ট এ্যকুজিশন রেজাউল করিম সরকার। অগ্রণী ব্যাংকের ধুনট শাখার ব্যবস্থাপক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শাহজাহান মিঞা। অনুষ্ঠানে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাহবুব জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন শিপন, কান্তনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম, ব্যাংক ভবনের মালিক আব্দর রউফ বাবু, অগ্রণী দুয়ার ব্যাংকিং এর বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মোক্তাদির হোসেন ও কান্তনগর শাখার এজেন্ট মজনু মিয়া সহ গ্রাহক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।