ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকে শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপন

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জুম ওয়েবিনারে অগ্রণী ব্যাংক আয়োজিত আলোচনা সভার একাংশ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন দেশজুড়ে উদ্‌যাপিত হয়েছে। এ বছর দিনটিকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে শেখ রাসেল দিবস হিসেবে উদ্‌যাপন করা হয়েছে। এদিন অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। ১৮ অক্টোবর পর্ষদ সভায় দোয়া, ঢাকার মানিক নগরে একটি মাদ্রাসায় এতিম ও অসহায় ছাত্রদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ এবং ব্যাংকের সকল সার্কেল সচিবালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওইদিন বিকেলে জুম ওয়েবিনারে ‘চির কিশোর শেখ রাসেল’ শীর্ষক আলোচনা সভা ও ‘চির কিশোর শেখ রাসেল এর জীবনালেখ্য’ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে সভায় পর্ষদের সদস্য মফিজ উদ্দীন আহমেদ, কেএমএন মঞ্জুরুল হক লাবলু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম, হোসাইন ঈমান আকন্দ, মো. আশেক এলাহী, উপ-মহাব্যবস্থাপক আতিকুর রহমান সিদ্দিকী, শিশির কান্তি দাশ, অফিসার সমিতি, কর্মচারী সংসদ (সিবিএ) এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। সভায় সকল পর্যায়ের নির্বাহী, শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে শেখ রাসেল এবং অগ্রণী ব্যাংক বিষয়ক তথ্যকণিকা উপস্থাপন করেন মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন, এফসিএ।
সভায় বক্তারা বলেন শেখ রাসেল এর উদ্দীপনাময়ী জীবনালেখ্যর উপর আলোকপাতের পাশাপাশি দেশের স্বাধীনতা অর্জনে, দেশ গঠনে বঙ্গবন্ধু, তাঁর পরিবার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। বেঁচে থাকলে আজ সেই শিশু রাসেল ৫৮ বছরে পা দিতেন। হতে পারতেন বাঙালি জাতির একজন মুক্তির দিশারি ও পথনির্দেশক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.