নিকেতনে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
দেশের সকল অঞ্চলে অগ্রণী ব্যাংকের ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নিরন্তর কাজ করে যাচ্ছে অগ্রণী দুয়ার ব্যাংকিং। গত ২৬ অক্টোবর ২০২১ রাজধানীর গুলশান নিকেতন বাজারে একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তি নিকেতন মালিক কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান, দুয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমদ রসূল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (আইটি) মু. আফজাল হোসেন, নাবা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন প্রমুখ। অতিথিগণ নতুন এই এজেন্ট শাখার ভবিষ্যৎ ব্যবসায়িক সফলতা এবং বর্তমান ব্যাংকিং কার্যক্রম বিষয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।