বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হবে : মোহম্মদ শামস্-উল ইসলাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে দেশের অবহেলিত মানুষের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখার কথাও জানান তিনি। ৩০ অক্টোবর ২০২১ মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে সিলেট সমিতি উত্তরা, ঢাকার পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু কর্নার -এর রূপকার মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, জাতির পিতাকে জানতে হবে, তার সম্পর্কে স্টাডি করতে হবে। বঙ্গবন্ধু যেভাবে দেশ গড়ার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বুকে লালন করে আমাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (রিকোভারি) মো. আশেক এলাহী, সিলেট পশ্চিমের ডিজিএম ও অঞ্চল প্রধান মো. আব্দুল লতিফ, মৌলভীবাজার অঞ্চলের এজিএম ও অঞ্চল প্রধান রাশেদা আহমেদ স্বপ্না, সিলেট সমিতি উত্তরা, ঢাকা-র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল কাদির, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু, ইউপি চেয়ারম্যান মিলন বখ্ত, প্রভাতী ইন্সুরেন্সের এএমডি সানাউল ইসলাম সুয়েজ প্রমুখ। অতিথিরা শহরের বিভিন্ন বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে মাস্ক বিতরণ করেন।
এর আগে গত ২৮ অক্টোবর তিন দিনের সফরে দাপ্তরিক কাজে সিলেট সফরে যান মোহম্মদ শামস্-উল ইসলাম। সফরের প্রথমদিন সন্ধ্যায় শ্রেণীকৃত ও অবলোপনকৃত খেলাপী ঋণ আদায় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট সার্কেলের সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি অংশ নেন।
২৯ অক্টোবর সকালে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সিলেট কর্তৃক আয়োজিত Working Capital Assessment and Loan Processing কর্মশালার উদ্বোধন করেন। ওইদিন দুপুরে অগ্রণী ব্যাংকের অর্থায়নে দিরাই উপজেলাধীন তাড়লা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৩০ অক্টোবর অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সিলেট কর্তৃক আয়োজিত Web Based CIB Online Reporting কর্মশালার উদ্বোধন, অগ্রণী ব্যাংকের নিজস্ব অর্থায়নে নবনির্মিত ভবনের উদ্বোধন এবং সিলেটের খেলাপী ঋণগ্রহীতাদের নিয়ে আয়োজিত মিট দ্য বরোয়ার -এ মোহম্মদ শামস্-উল ইসলাম অংশগ্রহণ করেন।