অগ্রণী ব্যাংকে ডকুমেন্ট পরীক্ষণ ব্যবস্থা উদ্বোধন
ব্যাংকিং সেক্টরে ডকুমেন্ট পরীক্ষণ ব্যবস্থা (ডিভিএস) উদ্বোধন করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। ১৬ নভেম্বর ২০২১ প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই ডিভিএস পদ্ধতির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। অনুষ্ঠানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৫ এর ২(৮) এবং বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার লেটার নং ০৪ ও ৩৫ (২০২১) অনুযায়ী কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থার বার্ষিক বিক্রয়/টার্নওভার/আয় ৫ (পাঁচ) কোটি টাকা বা মোট পরিসম্পদ ৩ (তিন) কোটি টাকা বা শেয়ারহোল্ডারদের ইক্যুইটি ব্যতীত মোট দায় ১ (এক) কোটি টাকা হলে ব্যাংকের ঋণ গ্রহীতাদের বাৎসরিকভাবে আইসিএবি এর তালিকাভূক্ত নিরীক্ষা ফার্ম দ্বারা নিরীক্ষা করার পদ্ধতি সূচনা করা হয়। এ পদ্ধতির সফল ব্যবহারের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানে ঋণের শৃঙ্খলা বজায় রাখা, ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি, সঠিক অডিট রিপোর্টের মাধ্যমে জালিয়াতি প্রতিরোধসহ সরকারের রাজস্ব বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন, এফসিএ এর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।