অগ্রণী ব্যাংকের যশোর অঞ্চলে ঋণ বিতরণ ও খেলাপী ঋণ আদায় কর্মসূচি
সরকার ঘোষিত দ্বিতীয় পর্যায়ের প্রণোদনা প্যাকেজের আওতায় কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত্র ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণের পাশাপশি খেলাপি ঋণও আদায় করছে অগ্রণী ব্যাংক। এ লক্ষ্যে ২০ নভেম্বর ২০২১ যশোর অঞ্চল কর্তৃক আয়োজিত মিট দ্য কাস্টমার অনুষ্ঠানে ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায়ের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এসময় তিনি দ্বিতীয় পর্যায়ের প্রণোদনা প্যাকেজের আওতায় ৭৭ জন গ্রাহকের মাঝে ৬ কোটি ৮০ লাখ টাকা, ১৮ জন গ্রাহকের মাঝে ২ কোটি ৯৯ লাখ টাকার সিসি (হাইপো) ঋণ বিতরণের চেক প্রদান করেন। এছাড়ও ৪০ জন খেলাপী ঋণ গ্রহীতার নিকট থেকে তাৎক্ষণিকভাবে ৭১ লাখ টাকার আদায়ের চেক গ্রহণ করেন।
মোহম্মদ শামস্-উল ইসলাম দেশের অর্থনীতিকে সচল রাখতে সিএমএসএমই এর মতো ঋণ প্রদানের বিষয় উদ্ভাবনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সহজ প্রক্রিয়ায় এই ঋণ বিতরণ এবং কোন ধরণের গাফিলতি না হয় সেই বিষয়ে সর্তকতামূলক এবং সজাগ দৃষ্টি রাখতে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, খুলনা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন, এফসিএ, মহাব্যবস্থাপক (ঋণ) মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. আশেক এলাহী (ঋণ আদায়) এবং খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল প্রধানগণ। অনুষ্ঠানে খুলনা সার্কেলাধীন ৪টি অঞ্চল যথা যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার শাখা ব্যবস্থাপকদের সাথে ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।