ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

খুলনা ও যশোরে এমডির সফর: অগ্রণী ব্যাংকের ১০০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ

অগ্রণী ব্যাংকের উদ্যোগে খুলনায় সিএমএসএমই ঋণ বিতরণ অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের।

প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজের আওতায় সহজ প্রক্রিয়ায় খুলনায় সিএমএসএমই ঋণ বিতরণ, তাৎক্ষনিক খেলাপি ঋণ আদায় ও অগ্রণী ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ১০০ দিনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর ২০২১ খুলনা সার্কেল আয়োজিত এ সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পর্যবেক্ষক একেএম ফজলুর রহমান, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা, অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, খুলনা সার্কেল মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন এফসিএ, মহাব্যবস্থাপক (ক্রেডিট) আবদুল্লাহ আল মামুন ও মো. আশেক এলাহী (ঋণ আদায়) সহ সার্কেলের আওতাধীন সকল নির্বাহী, অঞ্চল প্রধান ও কর্পোরেট শাখা প্রধান, শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
তিন দিনের দাপ্তরিক কাজে ১৮ নভেম্বর খুলনা পৌঁছান মোহম্মদ শামস্-উল ইসলাম। সফরের প্রথমদিন রাতে তিনি সার্কেলের আওতাধীন সকল নির্বাহী, অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধানদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশনেন। ১৯ নভেম্বর সকালে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট খুলনা কর্তৃক আয়োজিত NPL Management: A Case Based Analysis এবং ২০ নভেম্বর Entrepreneurship Development and CMSME Loan Management কর্মশালার উদ্বোধন করেন। উভয় দিনেই তিনি খুলনা এবং যশোরে অনুষ্ঠিত মিট দ্য ক্লায়েন্টস এবং খেলাপী ঋণগ্রহীতাদের নিয়ে মিট দ্য বরোয়ার এ অংশগ্রহণ করেন। এছাড়াও সিএমএসএমই ঋণ ও কৃষি ঋণ বিতরণ করেন। সন্ধ্যায় শ্রেণীকৃত ও অবলোপনকৃত খেলাপী ঋণ আদায় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে খুলনা সার্কেলের সকল নির্বাহী, অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং জেলা ও শহরস্থ শাখা ব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.