বগুড়া অঞ্চলে অগ্রণী ব্যাংকের প্রণোদনা ঋণ বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দ্বিতীয় পর্যায়ের প্রণোদনা প্যাকেজের আওতায় বগুড়া অঞ্চলের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। ২৭ নভেম্বর বগুড়া অঞ্চল আয়োজিত মিট দ্য বরোয়ার ও খেলাপী ঋণ আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঋণ বিতরণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। তিনি এ সময় সহজ প্রক্রিয়ায় প্রকাশ্যে সিএমএসএমই এর আওতাভুক্ত নতুন সাধারণ ঋণ ১৫ কোটি, সিএমএসএমই খাতে ১০ কোটি ২১ লক্ষ, নারী উদ্যেক্তা খাতে ২ কোটি ২০ লক্ষ, ১৪ জন কৃষককে কৃষি ঋণ ৬ লক্ষ এবং ‘প্রবাসী ঘরে ফেরা ঋণ’ ৩ লক্ষ টাকা সহ সকল ঋণের চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর করেন। এছাড়াও তাৎক্ষণিকভাবে ৮৪ হাজার টাকার খেলাপী ঋণ আদায় করা হয়।
রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো. শামীম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম, মহাব্যবস্থাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও বাহারে আলম, বগুড়া অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাক মো. শাহ্জাহান মিঞা, রিকভারি এন্ড এনপিএ ডিভিশনের উপমহাব্যবস্থাপক ভবেশ চাকমা, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের অঞ্চল প্রধানসহ চারটি অঞ্চলের গ্রাহকবৃন্দ।
মোহম্মদ শামস্-উল ইসলাম তার ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সাথে মত বিনিময় করেন এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর বার্ষিক সমাপনীকে সামনে রেখে অনাদায়ী ঋণ আদায়সহ সকল সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ ধরনের মিট দ্য বরোয়ার অনুষ্ঠান আয়োজন করার জন্য আজাদ বাংলাদেশ জুট মিলের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সহ সম্মানিত গ্রাহকবৃন্দ ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মোহম্মদ শামস্-উল ইসলাম কাহালু উপজেলায় অগ্রণী ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন সজল সিরামিকস ইন্ডাস্ট্রিজ এবং টিএমএসএস এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।