কুমিল্লা অঞ্চলে অগ্রণী ব্যাংকের প্রণোদনা ঋণ প্রদান

সরকার ঘোষিত করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের মাঝে প্রণোদনা প্যাকেজের আওতায় সহজ প্রক্রিয়ায় সিএমএসএমই ঋণ প্রদান করছে অগ্রণী ব্যাংক। এই লক্ষ্যে ৪ ডিসেম্বর ২০২১ কুমিল্লাস্থ ফান টাউন হলে মিট দ্য ক্লায়েন্টস ও মিট দ্য বরোয়ার এবং খেলাপী ঋণ আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা ভোগীদের ঋণের অর্থের চেক তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। কুমিল্লা সার্কেল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সিএমএসএমই এর আওতাভুক্ত নতুন স্বাভাবিক ঋণ ২ কোটি ২১ লক্ষ, সিএমএসএমই খাতে ১৬ কোটি ১০ লক্ষ, নারী উদ্যোক্তা খাতে ৪০ লক্ষ, কৃষি ঋণ ১ কোটি ১১ লক্ষ, দেশে ফেরত প্রবাসীদের ৭২ লক্ষ টাকাসহ সকল ঋণের চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর করেন এবং তাৎক্ষণিকভাবে খেলাপী ঋণ আদায় করেন। কুমিল্লা সার্কেল মহাব্যবস্থাপক মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান গাজী ও মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন (ক্রেডিট) ও মো. আশেক এলাহী (রিকভারি)। এসময় কুমিল্লা সার্কেলাধীন ৫টি অঞ্চলের অঞ্চল প্রধান ও ১১৪ টি শাখার ব্যবস্থাপকসহ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও অঞ্চলপ্রধান ও শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় করেন এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর বার্ষিক সমাপনীকে সামনে রেখে অনাদায়ী ঋণ আদায়সহ সকল সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ ধরনের মিট দ্য বরোয়ার অনুষ্ঠান আয়োজনের জন্য সম্রাট ফ্লাওয়ারমিলস, সিলভার ডেভলপার, মিয়ামি রেস্টুরেন্টের গ্রাহকবৃন্দ ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।