ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকের ডিজিএম (পিআরএল) মজিদ তালুকদারের ইন্তেকাল

এম এ মজিদ তালুকদার

অগ্রণী ব্যাংকের ডিজিএম (পিআরএল ভোগরত) এম এ মজিদ তালুকদার হৃদরোগজনিত কারণে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৫ ডিসেম্বর ২০২১ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
এম এ মজিদ তালুকদার ১৯৬২ সালের ১ আগস্ট টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার আলোর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ১৯৮৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার প্রধানসহ বিভিন্ন শাখা ও কার্যালয়ের কর্মরত ছিলেন। ভিজিলেন্স ডিভিশনের ডিজিএম থাকাবস্থায় ১ আগস্ট ২০২১ পিআরএল গমন করেন। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.