আইবিবি-র প্রশাসন ও অর্থ কমিটির সভা
দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর প্রশাসন ও অর্থ কমিটির ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর ২০২১ ইনস্টিটিউটের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী আলমগীর, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচলক মো. আফজাল করিম, এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ হায়দার আলী মিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ, আইবিবি-র মহাসচিব লাইলা বিলকিস আরা সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রশাসন ও অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।