ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের স্পট ঋণ বিতরণ

শ্রেণিকৃত ও অবলোপনকৃত খেলাপি ঋণ আদায় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম সার্কেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর চট্টগ্রাম সার্কেল আয়োজিত হোটেল আগ্রাবাদের হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম। সভায় ‘মিট দ্যা বরোয়ার’ এবং ‘মিট দ্যা ক্লায়েন্ট’ অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম সার্কেলের অধীন বিভিন্ন শাখার প্রায় ৭০ জন গ্রাহকের মধ্যে ১২ কোটি টাকার প্রণোদনা ও অন্যান্য ঋণ তাৎক্ষণিকভাবে (স্পট) বিতরণ করা হয়। একইসাথে ১০ জন গ্রাহকের কাছ থেকে খেলাপি ঋণ আদায় করা হয়। চট্টগ্রাম সার্কেলের উপমহাব্যবস্থাপক আশীষ কুমার মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. মোজাম্মেল হোসেন (চট্টগ্রাম সার্কেল), রিকভারি অ্যান্ড এনপিএলএম ডিভিশনের উপমহাব্যবস্থাপক ভবেশ চাকমা প্রমুখ।
এসময় মো. মনিরুল ইসলাম বলেন, মহামারি করোনা পরিস্থিতির প্রভাব থেকে অর্থনৈতিক উত্তরণে অগ্রণী ব্যাংক সরকারি নির্দেশনা বাস্তবায়নে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারি প্রণোদনার ঋণ যথাযথভাবে সঠিক গ্রাহকের কাছে পৌঁছাতে অগ্রণী ব্যাংকের কর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছেন। বিতরণকৃত ঋণের টাকা যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় এবং যথাসময়ে পরিশোধ করা যায় সেব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.