অগ্রণী ব্যাংকের যশোর মেডিকেল কলেজ শাখার কার্যক্রম শুরু

যশোর অঞ্চলাধীন অগ্রণী ব্যাংকের যশোর মেডিকেল কলেজ শাখার কার্যক্রম ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ২৩ ডিসেম্বর প্ল্যানিং কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের পত্র নং পিসিএমডি/নতুন শাখা/১৫৬/২০২১ সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এখন থেকে যশোর সদরে পৌরসভার শংকরপুর, ইসহাকপুর সড়কে অবস্থিত যশোর মেডিকেল কলেজ শাখার কোড নং ১১১৫-৬ এবং ই-মেইল br11156@bangla.net এ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে বলে উক্ত সার্কুলারে জানানো হয়। এ কার্যক্রম শুরু করার ফলে অগ্রণী ব্যাংকের সর্বমোট শাখার সংখ্যা দাঁড়ালো ৯৬২টি।