এবিটিআই-তে অক্টোবর-ডিসেম্বরে ৪৯টি কোর্সের কর্মশালা
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) ভার্চুয়ালভাবে অক্টোবর হতে ডিসেম্বর ২০২১ পর্যন্ত ৪৯টি কোর্সের ওপর কর্মশালার আয়োজন করে। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের দিকনির্দেশনায় ও এবিটিআই-এর উপমহাব্যবস্থাপক ও পরিচালক সুপ্রভা সাঈদের তত্ত্বাবধানে কর্মশালাগুলোতে প্রধান কার্যালয়, সার্কেল, আঞ্চলিক কার্যালয় ও বিভিন্ন শাখার ২ হাজার ৯০৩ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। জুম ওয়েবিনারের মাধ্যমে ভার্চুয়াল এ কর্মশালাগুলোর উল্লেখযোগ্য কোর্সগুলোর মধ্যে রয়েছে Entrepreneurship Development and CMSME loan Management, Islamic Banking and It’s Operation, NPL Management: A Case Based Analysis, Suit Management, Working Capital Assessment And Loan Processing, Credit Policy and Credit Risk Management, Loan Documentation and Preservation, Annul Performance Agreement, Development of Foreign Trade, Ettiquete Manner and Corporate Culture, Refreshers Training on AML CFT for BAMLCO, Promoting Ethical Issues, NIS and Good Governance ইত্যাদি। কর্মশালাগুলোতে অগ্রণী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও থেকে শুরু করে উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহীগণ রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন। সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ এবিটিআই -এর অনুষদ সদস্যগণ কর্মশালাগুলোর সেশন পরিচালনা, সঞ্চালনা ও সমন্বয়কারির দায়িত্ব পালন করেন।