ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

করোনার প্রণোদনা বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের প্রশংসাপত্র পেল অগ্রণী ব্যাংক

বৈশ্বিক মহামারি করোনার বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের অর্থনৈতিক কর্মকান্ড ও ব্যবসা পুনরুজ্জীবিতকরণে সরকার ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ শতভাগের বেশি বিতরণ করায় বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র লাভ করেছে অগ্রণী ব্যাংক। ২৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে ব্যাংকার্স সভায় কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ফজলে কবির অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের হাতে প্রশংসাপত্রটি তুলে দেন। প্রণোদনা প্যাকেজের শতভাগের বেশি বিরতণ করায় রাষ্ট্র মালিকাধীন ব্যাংকসমূহের মধ্যে শুধুমাত্র অগ্রণী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র লাভ করেন।

সভায় গভর্নর অগ্রণী ব্যাংকের বিভিন্ন অর্জনের ভূয়সী প্রশংসা করে আরও এগিয়ে যাওয়ার পাশাপাশি পদ্মা সেতুতে বৈদেশিক মুদ্রার একক যোগানদাতা, সবুজ অর্থায়নে প্রথমসহ অগ্রণী ব্যাংককে ক্রমাগতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তার সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.