ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

ঢাকার আগারগাঁওয়ে অগ্রণী ব্যাংকের পরিবেশ ভবন শাখার কার্যক্রম শুরু

ঢাকা পশ্চিম অঞ্চলাধীন অগ্রণী ব্যাংকের পরিবেশ ভবন শাখার কার্যক্রম ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ২৩ ডিসেম্বর প্ল্যানিং কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের পত্র নং পিসিএমডি/নতুন শাখা/১৫৫/২০২১ মোতাবেক এক সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এখন থেকে ঢাকা মহানগরের আগারগাঁওয়ে অবস্থিত পরিবেশ ভবন শাখার কোড নং ১১১৩-০ এবং ই-মেইল br11130@bangla.net এ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে বলে উক্ত সার্কুলারে জানানো হয়। এ কার্যক্রম শুরু করার ফলে অগ্রণী ব্যাংকের সর্বমোট শাখার সংখ্যা দাঁড়ালো ৯৬১টি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.