অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুর ও মানিগ্রাম-এর মধ্যে চুক্তি

বিশ্বের প্রায় ২০০টি দেশের সাথে রেমিট্যান্স প্রেরণ ও উত্তোলনে সিঙ্গাপুরস্থ অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড এবং মানিগ্রাম ইন্টারন্যাশনালের মধ্যে ৫ ডিসেম্বর ২০২১ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অগ্রণী ব্যাংক এবং মানিগ্রামের মাধ্যমে সফলভাবে দেশে রেমিট্যান্স প্রেরণ ও উত্তোলন বিষয়ে ৭ ডিসেম্বর এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে অগ্রণী ব্যাংক এবং মানিগ্রামের এ ধরনের চুক্তি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেন রেমিট্যান্স ডিভিশনের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম, সহকারী মহাব্যবস্থাপক শ্যামল চন্দ্র মহোত্তম, মানিগ্রাম ইন্ট্যারন্যাশনালের হেড অব সাউথ এশিয়া এন্ড এশিয়া প্যাসিফিক রিজ সোহেল আহমেদ ও রিজিওনাল হেড অব নর্থ এশিয়া এন্ড সিঙ্গাপুর মি. স্যাম ডারমাওয়ান এবং অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গাপুরের সিইও এবং পরিচালক আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম।