ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

দেশব্যাপী অসহায় জনগোষ্ঠীর মাঝে অগ্রণী ব্যাংকের CSR-এর অর্থ বিতরণ

২৩ ডিসেম্বর রাঙ্গামাটির বনরূপা শাখায় CSR-এর অর্থ বিতরণ করছেন চট্টগ্রাম সার্কেল মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন। পাশে উপস্থিত আছেন অত্র শাখার ব্যবস্থাপক মুদ্রা চাকমা সহ অন্যান্যরা

দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে ক্ষুধার্ত, বিপদগ্রস্ত, দরিদ্র, কর্মহীন, ছিন্নমূল, বস্তিবাসী ও অসহায় জনগোষ্ঠীর সাহায্যার্থে নিজস্ব সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) খাত থেকে অর্থ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বিশেষ CSR কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৬২.৭৮ লক্ষ টাকা অগ্রণী ব্যাংকের ১১টি সার্কেলের ৩৬টি কর্পোরেট সহ মোট ৯৬০টি শাখার মাধ্যমে মহান বিজয়ের মাসে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের তত্ত্বাবধানে দেশব্যাপী এ সকল জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী, চিকিৎসা ব্যয় ও জীবিকা নির্বাহে প্রয়োজনীয় সহায়তাকল্পে এই নগদ অর্থ প্রদান করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের দিক নির্দেশনায় সামাজিক দায়বদ্ধতা পরিপালনের উদ্দেশ্যে সারাদেশে এই বিশেষ CSR কার্যক্রমের তত্ত্বাবধান করেন মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন, সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের উপমহাব্যবস্থাপক মো. সোলায়মান মোল্লা ও সহকারী মহাব্যবস্থাপক নীলাঞ্জনা চাকমা।

২০ ডিসেম্বর লালদীঘিরপাড় কর্পোরেট শাখায় CSR-এর অর্থ বিতরণ করছেন সিলেট সার্কেল মহাব্যবস্থাপক রূবানা পারভীন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.