অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের ভার্চুয়াল সভা
অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের বাৎসরিক পারফরম্যান্স নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। পর্যালোচনা এবং মূল্যায়ন সভায় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এবং খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন, এফসিএ, সার্কেলের অন্তর্গত সকল ব্যবস্থাপক, কর্পোরেট শাখা এবং শাখা প্রধান ও অন্যান্য নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক বিগত বছরের অগ্রণী ব্যাংকের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে অগ্রণী ব্যাংক সর্বাত্মক সেবা প্রদানে প্রস্তুত। তিনি ব্যাংকিং সেবাকে জনগনের ঘরে ঘরে পৌঁছে দেয়া এবং সেবার ক্রমানগত মান উন্নয়নে ব্যাংকের সকলকে সর্বদা মনোযোগী হবার আহ্বান জানান।