জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ব্যাংকের গাড়ি উপহার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে অগ্রণী ব্যাংক। ২০ জানুয়ারি এক অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের নিকট গাড়িটির চাবি হস্তান্তর করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ফজলে খোদা ও মো. আশেক এলাহী, উপমহাব্যবস্থাপক অনিতা দে, সহকারী মহাব্যবস্থাপক শহীদ উল্যা, তারেক হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইমদাদুল হক অগ্রণী ব্যাংকের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোহম্মদ শামস্-উল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারী সহ সকলকে অগ্রণী ব্যাংকের সেবা গ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানান।