অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেনের পিআরএল গমন
অগ্রণী ব্যাংক অফিসার সমিতি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের ৯ ফ্রেবুয়ারি পিআরএল গমন উপলক্ষে প্রধান শাখায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অফিসার সমিতি কেন্দ্রীয় পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ আহমেদ সালেহ এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এম এন তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।