এবিটিআই-এ ১০ দিনের ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত International Trade Payment & Financing শীর্ষক ১০ কর্মদিবসব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হয়েছে । ২২ ফেব্রুয়ারি ২০২২ কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাণিজ্যে এই কোর্স প্রশিক্ষণার্থীদেরকে আরও বেশি দক্ষ করে তুলবে। কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বে সচেষ্ট ও সচেতন থেকে কাজ করার পাশাপাশি তিনি অগ্রণী ব্যাংকের সাফল্য সম্পর্কে আলোকপাত করেন এবং ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এবিটিআই এর পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী। উল্লেখ্য, এর আগে কর্মশালার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।