নতুন ভবনে অগ্রণী ব্যাংকের বনানী কর্পোরেট শাখা

নতুন ভবনে অগ্রণী ব্যাংক বনানী কর্পোরেট শাখার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। বনানী কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন, ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. নূরুল হুদা, মহাখালী কর্পোরেট শাখা প্রধান ও উপমহাব্যবস্থাপক আলী হায়দার প্রমুখ।
ড. জায়েদ বখ্ত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, সমৃদ্ধ অর্থনীতির দেশ গঠনে নিজ নিজ দায়িত্বে সচেষ্ট ও সচেতন থেকে কাজ করে অগ্রণী ব্যাংককে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, অবিরাম অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার ব্যাংক অগ্রণী ব্যাংক। দৃঢ় প্রত্যয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেয়া নাম অগ্রণী ব্যাংককে সকল সূচকে অগ্রণী ভূমিকা নিয়ে যাবো।
অনুষ্ঠানে গ্রাহকগণের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মাসুদ স্টীল ডিভাইস এর ব্যবস্থাপনা পরিচালক কেএম মাসুদুর রহমান, ইউনিফর্ম টেক্সাটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফতাব হোসেন ভুঁইয়া, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা এবং খান টেক্স্র ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচলক হুমায়ূন কবির সেলিম। অনুষ্ঠানে গ্রাহকগণকে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।