ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে কেক কাটা হয়

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অগ্রণী ব্যাংকের নারী নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে জুম ওয়েবিনারে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। ৮ মার্চ ২০২২ সন্ধ্যায় ব্যাংকের নারী সদস্যদের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক তানজিনা ইসমাইল। সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক রূবানা পারভীনের সভাপতিত্বে ওয়েবিনারে আলোচনায় অংশনেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. হাবিবুর রহমান গাজী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, মহাব্যবস্থাপকবৃন্দ। ওয়েবিনারে ব্যাংকের বিভিন্ন অঞ্চলের নারী সদস্যদের পাশাপশি উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীগণ সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে এবং আলোচনার ফাঁকে ফাঁকে ব্যাংকের নারী কর্মকর্তাগণ কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন করে ওয়েবিনারকে প্রাণবন্ত করে রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.