ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

এবিটিআই-এ শাখা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত শাখা ব্যবস্থাপনায় নেতৃত্বের মানোন্নয়ন শীর্ষক ১০ দিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ১৩ মার্চ ২০২২ কর্মশালার উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত। তিনি বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের শাখা ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। ব্যবস্থাপকগণ নেতৃত্বের গুণাবলী অর্জন করে ব্যাংককে এগিয়ে নিয়ে যাবেন। যা তাদের নিজের পেশাগত উন্নয়নকেও ত্বরান্বিত্ব করবে। এবিটিআই এর পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক মো. দিদারুল ইসলাম। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.