ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

বঙ্গবন্ধুর জন্মদিনে অগ্রণী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

যতকাল রবে পদ্মা, মেঘনা/গৌরী, যমুনা বহমান/ততকাল রবে কীর্তি তোমার/শেখ মুজিবুর রহমান। প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় যাকে ঘিরে কবিতায় এই সত্যকথন রচনা করেছেন, তার হাত ধরেই এই ভূখন্ডে রচিত হয়েছে বিস্ময়কর এক ইতিহাস। হাজার বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে নতুন এক রাষ্ট্র। বাঙালি পেয়েছে জাতিসত্তার পরিচয় ও অধিকার। ১৭ মার্চ ২০২২ সেই মহামানব, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। বাঙালির অনন্য গৌরবের দিনটি পালিত হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। দিনটি ছিল সরকারি ছুটির। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী অগ্রণী ব্যাংক বিভিন্ন কর্মসূচি পালন করে। ওইদিন সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, মহাব্যবস্থাপকগণ, উপমহাব্যবস্থাপকবৃন্দ সহ অফিসার সমিতি এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। বিকেলে ওয়েবিনারের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্‌ত। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে আলোচনায় পরিচালকবৃন্দ, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাগণ অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিতে আরও ছিল দোয়া ও মিলাদ মাহফিল, প্রার্থনা, পোস্টার প্রদর্শনী, ব্যাংক ভবন আলোকসজ্জাকরণ। এছাড়াও সারাদেশে অগ্রণী ব্যাংকের সার্কেল, অঞ্চল এবং শাখা পর্যায়েও দিবসটি উদযাপন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.