অগ্রণী ব্যাংকের স্বাধীনতা দিবস উদ্যাপন

স্বাধীনতাকামী বাঙালি জাতি মুক্তির মহাকাব্য রচনা করেছিল যে দিনে, সেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ। বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পাকিস্তানি শাসন- শোষণের কবল থেকে মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করার এই দিনটি উদ্যাপিত হয় প্রতিবছরেই। এবারের স্বাধীনতা দিবসটি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। ওইদিন সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকবৃন্দ, অফিসার সমিতির এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও শহীদ জাফর বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন প্রধান শাখার মহাব্যবস্থাপক মো. সামসুল হক। দিবসের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক করেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম সহ নির্বাহী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। এছাড়াও চট্টগ্রাম ও রংপুর সার্কেলের আয়োজনে কক্সবাজারের টেকনাফ উপজেলায় এতিমখানায় এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং খুলনা সার্কেল কর্তৃক মহানগরের গল্লামারীতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে ওয়েবিনারের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে ওয়েবিনারে সম্মানিত পরিচালকগণ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দ সহ সারাদেশের অগ্রণীয়ানরা সংযুক্ত ছিলেন।