ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকের নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের সঙ্গে বসুন্ধরা গোল্ডের সিন্ডিকেট ঋণচুক্তি

বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের সঙ্গে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের ৩ হাজার ৩২ কোটি টাকার সিন্ডিকেট ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। অগ্রণী ব্যাংকের লিড অ্যারেঞ্জে অন্য ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ৩০ মার্চ ২০২২ র‍্যাডিসন ব্লু হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। অনুষ্ঠানে বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আব্দুছ ছালাম আজাদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় পাঁচ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণ, উর্ধ্বতন নির্বাহীবৃন্দ সহ বসুন্ধরা গ্রুপের উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.