রপ্তানিকারকদের সঙ্গে চেয়ারম্যান-এমডি’র চা চক্র অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রযাত্রায় ভূমিকা রাখবে অগ্রণী ব্যাংক
জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রযাত্রায় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ধারাবাহিক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয়ে অগ্রণী ব্যাংক লিমিটেডের ১৬টি এডি শাখার সম্ভাবনাময় রপ্তানিকারক (Prospective Exporters) গণের সম্মানে ২৯ মার্চ ২০২২ প্রধান কার্যালয়ের বোর্ড রুমে Chairman’s Hi-Tea with Valiant Exporters শীর্ষক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনাপূর্বক উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ব্যাংকটির আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম সম্মানিত রপ্তানিকারকগণের ব্যবসায়িক অগ্রগতির সহায়ক স্টেকহোল্ডার হিসেবে অগ্রণী ব্যাংকের সহযোগিতার দুয়ার সর্বদা খোলা আছে মর্মে আশ্বস্ত ও অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন কারেন্সী ম্যানেজমেন্ট ডিভিশনের উপমহাব্যবস্থাপক মোছা. শামীম আরা এবং ট্রেজারি ডিভিশনের উপমহাব্যবস্থাপক মো. মোখলেসুর রহমানসহ আমন্ত্রিত রপ্তানিকারকগণ উপস্থিত ছিলেন। চা-চক্র অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকে ব্যাংকের পক্ষ থেকে সম্মানসূচক ক্রেষ্ট ও স্যুভেনির প্রদান করা হয়।