ঠাকুরগাঁওয়ে স্টেশন রোড শাখার কার্যক্রম শুরু

ঠাকুরগাঁও অঞ্চলাধীন অগ্রণী ব্যাংকের ৯৬৩ তম শাখা হিসেবে স্টেশন রোড শাখার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ২৭ মার্চ ২০২২ তারিখ হতে একটি শহুরে শাখা হিসেবে এটি কার্যক্রম শুরু করে। ব্যাংকের প্ল্যানিং কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের তথ্যমতে স্টেশন রোড শাখার কোড নং ১১১৯-১ এবং ইমেইল br11191@bangla.net