ডিজিএম মো. তারিকুল ইসলামের ইন্তেকাল
অগ্রণী ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. তারিকুল ইসলাম ৮ জুন ২০২২ কর্মদিবস শেষে বাসায় পৌছার পর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এক শোক বার্তায় বলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত এই কর্মকর্তা নিজ দায়িত্বের প্রতি অবিচল থেকে ব্যাংকিং সেবা দিয়ে গেছেন। তার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি করে।
মো. তারিকুল ইসলাম ১৯৬৩ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন ডিভিশনের বিভাগীয় প্রধান, অঞ্চল প্রধান ও গুরুত্বপূর্ণ শাখার প্রধানের দায়িত্ব পালন করেন।