ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

এবিটিআই-এ মেন্টরিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সরকারের উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২১-২০২২ অনুযায়ী অগ্রণী ব্যাংকের উদ্ভাবন কর্মপরিকল্পনা ও মেন্টরদের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) এবং আইটি এন্ড এমআইএস ডিভিশনের যৌথ উদ্যোগে ১৭ ও ১৮ জুন ২০২২ দুই দিনব্যাপী এ মেন্টরিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফ্যাসিলিটেটর হিসেবে কর্মশালা পরিচালনা করেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান। তিনি মাঠ পর্যায়ের উদ্ভাবনী উদ্যোগসমূহের সঠিক এবং সফল বাস্তবায়নকে গতিশীল করতে নানাবিধ উপায়ে সহায়তা, নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।


এবিটিআই-এর সহকারী মহাব্যবস্থাপক ও অনুষদ সদস্য আজগর আলী মোল্লা এবং আইটি এন্ড এমআইএস ডিভিশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জয়দেব চন্দ্র হালদারের সমন্বয়ে ব্যাংকের ২৭ জন নিবার্হী ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.