অগ্রণী ব্যাংকের ইনোভেশন টিমের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন

অগ্রণী ব্যাংক লিমিটেডের ইনোভেশন টিম চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সংলগ্ন হাশিমপুর, চন্দনাইশ, Sangu Farm & Agrovet PVT. Ltd উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেছেন। ২০ মে ২০২২ মহাব্যবস্থাপক (সিআইটিও) মো. শাহীনূর রহমানের নেতৃত্বে ইনোভেশন টিম, উদ্ভাবকদের সমন্বয়ে গঠিত ২২ সদস্যের একটি প্রতিনিধি দল প্রকল্পগুলো পরিদর্শন করে। প্রকল্পটি মনোসেক্স প্রযুক্তির মাধ্যমে তেলাপিয়া ও রুই ইত্যাদি মাছের রেনু পোনা উৎপাদন করা হয়। একই সাথে দুগ্ধ খামার ও গরু মোটা তাজাকরণ শেড পরিদর্শন করা হয়। দেশীয় জাতের গরুর উপর গবেষণা, উন্নয়ন ও সংরক্ষণে প্রকল্পটি কাজ করছে। দেশের অর্থনীতির গতি সঞ্চারে কৃষি ও পল্লী ঋণ খাতে এসকল প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে অগ্রণী ব্যাংক বিশেষ ভূমিকা রেখে চলেছে।
