টেকসই ব্যাংকের স্বীকৃতি পেল অগ্রণী ব্যাংক
রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের মধ্যে সবুজ অর্থায়নের শীর্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড। এরই স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে টেকসই ব্যাংক হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সনদ পায় অগ্রণী ব্যাংক লিমিটেড। ৩০ জুন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শাসম্-উল ইসলামের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের ও এ কে এম সাজেদুর রহমান খান এবং অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন। উল্লেখ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সবুজ অর্থায়ন, গ্রামীণ অর্থায়ন, নারী ঋণ গ্রহীতার সংখ্যা এবং টেকসই কৃষির প্রসারে অর্থায়নসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই সম্মাননা দেয়া হয়।