নতুন গভর্নরকে অগ্রণী ব্যাংকের শুভেচ্ছা

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গর্ভনর হিসেবে আব্দুর রউফ তালুকদার যোগদান করায় ১২ জুলাই ২০২২ অগ্রণী ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্যবস্থাপনা পরিচালক, চলতি দায়িত্ব) মো. হাবিবুর রহমান গাজী ফুলেল শুভেচ্ছা জানান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন এবং একেএম শামীম রেজা। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বর্তমানে পবিত্র হজ্জ পালনে সৌদি আরব অবস্থান করছেন। গত ১১ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আগামী ৪ বছরের জন্য আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।