বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদারের যোগদান

সরকারের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ১২ জুলাই ২০২২ বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে যোগদান করেছেন। গত ১১ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আগামী ৪ বছরের জন্য তাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
আব্দুর রউফ তালুকদার ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ তারিখে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ১৭ জুলাই ২০১৮ তারিখে অর্থ সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং ৩১ অক্টোবর ২০২০ তারিখে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ১৮ বছরেরও অধিক সময় অর্থ বিভাগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। আব্দুর রউফ তালুকদার ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড ২০২০-২১ অর্জন করেন। তিনি ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড ২০২১’ অর্জনে অর্থ বিভাগের নেতৃত্ব দেন।
তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্ট ও আইএমএফ ইনস্টিটিউট, যুক্তরাজ্যের ক্রাউন এজেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার, জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (GRIPS), ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স (আইপিএফ) ইত্যাদি প্রতিষ্ঠানে পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।