সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম শুভ জন্মদিন উপলক্ষে অগ্রণী ব্যাংকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই অগ্রণী ব্যাংকের কেন্দ্রীয় নামাজঘরে বাদ আছর অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, মহাব্যবস্থাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মো. আখতারুল আলমসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় তার নানার এবং মায়ের পদাঙ্ক অনুসরণ করে নিজেকে দেশ ও জাতির সেবায় নিবেদিত করেছেন।