ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে অগ্রণী ব্যাংকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট ২০২২ বাদ আছর প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজঘরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, মহাব্যবস্থাপক ড. আব্দুল্লাহ আল মামুন, হোসাইন ঈমান আকন্দ, এনামুল মাওলাসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
এসময় মোহম্মদ শামস্-উল ইসলাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও শেখ কামালের বিভিন্ন গুণাবলী তুলে ধরেন। দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.