জাতীয় শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংকের আয়োজনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট ২০২২ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের অনূর্ধ্ব ৭ বছরের সন্তানরা অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এসময় তিনি শিশু কিশোরদের জাতির পিতার আদর্শকে অন্তরে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, এবিটিআই এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংকের সকল সার্কেলেও বঙ্গবন্ধু শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।