অগ্রণী ব্যাংকের নতুন এমডি এবং সিইও মো. মুরশেদুল কবীর
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ হিসেবে কর্মরত মো. মুরশেদুল কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। ১৪ আগস্ট ২০২২ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. মুরশেদুল কবীরকে নিয়োগ দেয়া হয়। মো. মুরশেদুল কবীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।